শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > লক্ষ্মীপুরে রাস্তায় আগুন ও ককটেল বিস্ফোরণ : আটক ২৩

লক্ষ্মীপুরে রাস্তায় আগুন ও ককটেল বিস্ফোরণ : আটক ২৩

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে দলের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথমদিন বৃহস্পতিবার লক্ষ্মীপুরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে হরতাল পালন করছে জামায়াত-শিবির কর্মীরা।

এদিকে, জেলা সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর থেকে নাশকতার চেষ্টাকালে জামায়াত-শিবিরের ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতালের সমর্থনে সকালে জেলা শহরের আলীয়া মাদ্রাসা, মিয়া রাস্তার মাথায়, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে রাস্তায় টায়ার জ্বালিয়ে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জামায়াত-শিবির নেতা কর্মীরা। পরে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে টহল দেয়ায় তারা সরে যায়।
এর আগে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের ২৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়।