শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘র‌্যাবের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’

‘র‌্যাবের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চট্টগ্রাম : বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার বিষয়ে র‌্যাবকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ।
ভারতের মেঘালয়ে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার পর মঙ্গলবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ এর সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন র‌্যাব মহাপরিচালক।
বেনজীর আহমদ বলেন, ‘দেশে ৫ জানুয়ারির নির্বাচনকালীন ধ্বংসযজ্ঞের অন্যতম কুশীলব ছিলেন সালাহ উদ্দিন আহমেদ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। র‌্যাবকে বিতর্কিত করতেই সংস্থাটির বিরুদ্ধে সালাহ উদ্দিনকে গুম করার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সালাহ উদ্দিন আহমেদ ভারত থেকে দেশে আসামাত্রই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। সালাহ উদ্দিন নিখোঁজ হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযুক্ত করে বিএনপি যেসব বক্তব্য দিয়েছে তা দায়িত্বজ্ঞানহীন।’
প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আব্দুল জলিল ম-ল, চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম ও র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।