শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > র‌্যাঙ্কিংয়ে প্রোটিয়াদের জয়জয়কার

র‌্যাঙ্কিংয়ে প্রোটিয়াদের জয়জয়কার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
চ্যাম্পিয়ন্স ট্রপির অষ্টম আসর শুরুর দুইদিন আগে বড় সুসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা। আইসিসি ওয়ানডে ব্যাটিং ও বোলিং র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হলো তাদের। মঙ্গলবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা বোলার এখন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার তরুণ এ পেসার এই প্রথমবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। মাত্র পাঁচদিন আগে তিনি ২২তম জন্মদিন পালন করেছেন। ১৯৯৮ সালে সাকলাইন মুশতাকের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার হলের রাবাদা। তিনি স্বদেশি স্পিনার ইমরান তাহিরকে দুই নম্বরে নামিয়ে শীর্ষে উঠেছেন। এতে এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই বোলারই প্রোটিয়ান। এছাড়া ব্যাটিংয়ের ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও দক্ষিণ আফ্রিকানদের জয়জয়কার। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে রয়েছে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যানের নাম। এখানেও শীর্ষ এক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এছাড়া দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসি ও হাশিম আমলা রয়েছেন র‌্যাঙ্কিয়ের যথাক্রমে চতুর্থ, ষষ্ঠ ও দশম স্থানে। অবশ্য ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে নেই দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড়। এখানে যথারীতি শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফরমেটেই তিনি এখন বিশ্বসেরা অলরাউন্ডার। আর ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান নবম। একইভাবে টি-টোয়েন্টি বোলারদের তালিকায়ও তার নাম ৯ নম্বরে। আর বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজের অবস্থান ষষ্ঠ। টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে রয়েছে দুই বাংলাদেশি। সাকিব সবার শীর্ষে। আর মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন নবম স্থানে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালে। এই টুর্নামেন্টকে তখন বলা হতো আইসিসি নকআউট ট্রফি। বাংলাদেশে হওয়া ওই টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। তবে এরপর আর একবারও ফাইনালে উঠতে পারেনি তারা। এবার ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ৩ জুন নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষশ শ্রীলঙ্কা।