স্পোর্চস ডেস্ক ॥
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে দু’দলেরই এটি বাঁচা-মরার লড়াই। জয়ের জন্য মুখিয়ে আছে অজিরা, বাংলাদেশ দলও জয় তুলে নিতে চায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ১৯ বার মুখোমুখি হয়ে এখন পর্যন্ত ১টিতে জয় পেয়েছে।
তবে অস্ট্রেলিয়ার থেকে কোনও অংশে বাংলাদেশ কম নয় বলেই মনে করছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলছিলেন, “এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো একটা প্র্যাকটিসে আছে। এর আগে বাংলাদেশ পুরো ম্যাচ খেলেছে, আর নিউজিল্যান্ডেও ভালো খেলে এসেছে। কিন্তু অস্ট্রেলিয়ার এর মধ্যে কিন্তু পুরো ম্যাচ খেলা হয়নি। সেই অনুযায়ী বাংলাদেশ এগিয়ে রয়েছে”।
এছাড়া বাংলাদেশ অভিজ্ঞতার দিক দিয়ে এই ম্যাচটাতে। এগিয়ে আছে বলে মনে করছেন তিনি। “এই বাংলাদেশ দল হাজারের মতো ওয়ানডে খেলেছে। আর অস্ট্রেলিয়া যে দলটা আছে এখন তারা কিন্তু খেলেছে ছয়শোর মতো ওয়ানডে। ফলে বাংলাদেশ এদিক দিয়েও এগিয়ে আছে”।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩০৫ রান তুলেও জিততে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক দল। মাত্র চারজন বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ। অন্যদিকে ব্যাটসম্যান ছিল অনেক। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের মতো বোলারদের বসিয়ে রাখাটা ভুল বলেই প্রমাণ হয়েছে। স্ট্র্যাটেজি কি ভুল ছিল বাংলাদেশের?
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় পেতে হলে কি ধরনের কৌশল নিয়ে মাঠে নামা দরকার? আমিনুল ইসলাম বলছিলেন, “বাংলাদেশ গত ম্যাচে হাফ বোলার নিয়ে খেলেছে এটা ভুল ছিল। তাসকিন, মিরাজকে বসিয়ে রাখা হয়েছিল। ফলে ৩০৫ রান করেও বাংলাদেশ জিততে পারেনি। এই ম্যাচে যেন সেই ভুলটা না হয় সেই আশাই করছেন তিনি।।
“এখানে হয়তো স্পিনারের থেকে ফাস্ট বোলাররা বেশি সুবিধা পাচ্ছে। কিন্তু মিরাজকে আমি সমর্থন করি। কারণ যে সময়ে ব্যাট থেকে রান প্রয়োজন হয় সেটা মিরাজ পারে”। আগামীকালের ম্যাচে বাংলাদেশকে কোনো অংশেই পিছিয়ে রাখছেন না তিনি।
“যদিও র্যাংকিংয়ে আমরা ছয় নাম্বারে। অস্ট্রেলিয়া এক দুইয়ে থাকে। র্যাংকিংয়ের দিক থেকে অবশ্যই অস্ট্রেলিয়া এগিয়ে, কিন্তু অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে। যদি আমরা নরমাল ক্রিকেট খেলতে পারি, ভালো কিছু আসবে। কেননা আমাদের দলে বেশ কিছু ম্যাচ উইনার আছে। কয়েকজন যদি একসাথে জ্বলে উঠতে পারি, আমরা কিন্তু ম্যাচটা জিততে পারি। সেই ক্ষমতাও আছে, সেটার প্রমাণ আমরা বেশ কয়েকবার দেখেছি। বিদেশের মাটিতে কেমন করি সেটা দেখার বিষয়”। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক আছে বলেই মনে করছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সূত্র: বিবিসি বাংলা