শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে তৈয়বা নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এসবি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত তৈয়বা বেগম (২০) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এসবি ব্লকের আব্দুর রহিমের স্ত্রী। এ ঘটনায় স্বামী রহিমকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় তৈয়বার। এক পর্যায়ে স্বামী দা দিয়ে আঘাত করে স্ত্রীকে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।