শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের ১৫ রাষ্ট্রের বৈঠক আজ

রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের ১৫ রাষ্ট্রের বৈঠক আজ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের বৈঠক আজ।এই বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিনিও গুন্তারেসও বক্তব্য তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন, তার ভিত্তিতেই নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

তবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য না হওয়ায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সেখানে সরকারের বক্তব্য তুলে ধরবেন। এর আগে, মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।

পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাখাইন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাখাইনে জাতিগত নিধনের নিন্দা জানিয়ে রাখাইন সঙ্কট সমাধানে নিরাপত্তা পরিষদকে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয় ফ্রান্স ও ব্রিটেন।-তথ্যসূত্র : সময় টিভি