রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > রোহিঙ্গা ইস্যুতে জনমত তৈরি হওয়াটাই কূটনৈতিক সফলতা

রোহিঙ্গা ইস্যুতে জনমত তৈরি হওয়াটাই কূটনৈতিক সফলতা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
দেখুন রোহিঙ্গাদের স্রোত বাংলাদেশের দিকেই। পাল্টা স্রোতকবে হবে সেই বিষয়টি বলতে হলে আমাকে কয়েকটা কথা বলতে হবে। বাংলাদেশ যখন থেকে এই বিষয়টা উপলব্ধি করেছে যে রোহিঙ্গাদের নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, একটা জনগুষ্ঠী নিধনের মুখে পড়েছে। তখন থেকেই আমরা নিজেরা সচেতন হয়েছি এবং আন্তর্জাতিক মহলকে সচেতন করার চেষ্টা করেছি। জনসচেতনার বিষয়টি যদি আপনি লক্ষ করেন তাহলে বাংলাদেশের কূটনীতিকে অবশ্যই সলফ বলতে হবে।

শনিবার রাত্রে চ্যানেল ২৪ এর পূর্বচল অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।

তিনি আরো বলেন, আমরা একথা বলতেই পারি যে আন্তর্জাতিক মিডিয়াও আমাদের সাথে সুর মিলিয়েছে। এই বিষয়টাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এবং আন্তর্জাতিক মিডিয়ার ভূমিকা উল্লেখযোগ্য। আমার মনে হয় যদি মিডিয়া এই বিষয়ে কথা না বলতো তাহলে বিয়টি এতো দিনে চাপা পড়ে যেত। রোহিঙ্গাদের বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণের বিষয়টির কথা যদি বলেন তাহলে কূটনৈতিক সফলতার কথা অবশ্যই বলতে হবে।

এম হুমায়ুন কবি আরো বলেন, আমরা আমাদের বক্তব্যটা মিয়ানমারের কাছে কতটা পৌঁছাতে পারলাম এমন প্রশ্ন করলে বলবো এই ক্ষেত্রে আমরা একটা মাঝামাঝি অবস্থানে আছি।

আমাদের সময়.কম