বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ‘রোহিঙ্গাদের এমন উচ্ছৃঙ্খলতা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে’

‘রোহিঙ্গাদের এমন উচ্ছৃঙ্খলতা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে’

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বেসরকারি চ্যানেল ডিবিসি টেলিভিশনের সম্পাদক প্রণব সাহা বলেন, রোহিঙ্গারা যেভাবে দিন দিন উত্তেজিত হওয়াটা ভালো দিক না। তাহলে এই রোহিঙ্গারা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

মিথিলা ফারজানা’র সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠানে একাত্তর জার্নালে তিনি এ কথা বলেন।

প্রণব সাহা বলেন, কয়েকদিন আগে রোহিঙ্গারা একজন বাংলাদেশিকে হত্যা করে। সেই খুনের ঘটনা আমরা সবাই জানি। আবার যদি এমন একটি ঘটনা সত্যিই ঘটে থাকেৃ। মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা নিপীড়িত হয়ে বাংলাদেশ আশ্রয় নেয়। তারপরে বেশকিছু ত্রাণ তৎপরতা নিয়ে আমাদের প্রশাসন, সেনাবাহিনী কাজ করেছে। যখন একটু স্বস্তি এসেছে। সেই সময়ে রোহিঙ্গারা আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি ঘটানোর জন্য পর পর কিছু উচ্ছৃঙ্খল কাজ করেছে। এমন যদি চলতে থাকে তাহলে সত্যিই বিষয়টি চিন্তার।

আমাদের সময়.কম