রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > রোবেন দ্বীপ পরিদর্শন করলেন ওবামা

রোবেন দ্বীপ পরিদর্শন করলেন ওবামা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥ নেলসন ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রোবেন দ্বীপের সেই কারাগার পরিদর্শনকাল নিজের মাথা নত হয়ে এসেছে বলে মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রোবেন দ্বীপের কারাগারের পরিদর্শক খাতায় এমনটিই লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ম্যান্ডেলার মতো সাহসী লোকদের যেখানে অবিচার চালানো হয়েছে এবং মুক্তি প্রত্যাখান করা হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা মাথা শ্রদ্ধাভরে মাথা নত করলাম।
ওবামার এ মন্তব্যে তার সঙ্গে স্বাক্ষর করেছেন স্ত্রী মিশেল।
ওবামা লিখেছেন, “বিশ্ব রোবেন দ্বীপের বীরদের জন্য কৃতজ্ঞ যারা আমাদের শিখিয়েছেন যে কোনো শৃঙ্খল বা সেল মানুষের সাহসকে দমাতে পারে না।”
সাউথ আফ্রিকার স্থানীয় সময় রোববার বিকেলে বিশেষ বিমানে করে কেপটাউন পৌঁছেন ওবামা। এরপর হেলিকপ্টারে করে রোবেন দ্বীপে যান।
বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে নেলসন ম্যান্ডেলার ভূমিকা নিজের দুই মেয়ের মনে গেঁথে দেবেন বলে জানিয়েছেন ওবামা।
তিন সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ম্যান্ডেলা। ম্যান্ডেলাকে দেখতে সাউথ আফ্রিকা আসলেও সাক্ষাৎ করছেন না ওবামা।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ম্যান্ডেলার পরিবারের ইচ্ছাকে সম্মান জানাতেই ওবামা সাক্ষাৎ করছেন না। তবে ম্যান্ডেলার পরিবারের সদস্যদের সঙ্গে ওবামা ও তার স্ত্রী একান্ত বৈঠক করেছেন। বৈঠক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আফ্রিকার তিন দেশ সফরের অংশ হিসেবে সাউথ আফ্রিকায় শুক্রবার পৌঁছান ওবামা। এর আগে তিনি সেনেগাল সফর করেন।