শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রোনালদোর রেকর্ড

রোনালদোর রেকর্ড

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে এসপানিওলকে ৪-১ গোলে হারালেও লা লিগার শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
রিয়ালের লিগ শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেলেও রোনালদো নিজেকে আরেক উচ্চতায় নিয়ে গেছেন। এসপানিওলের বিপক্ষে হ্যাটট্রিক করে কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড করেছেন পর্তুগিজ তারকা। রিয়ালের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা এখন ৩১০টি। তৃতীয় স্থানে থাকা ডি স্টেফানোর মোট গোল ৩০৭টি।
৩২৩ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন আরেক কিংবদন্তি রাউল গঞ্জালেস। ৭৪১ ম্যাচে ৩২৩ গোল করেন রিয়ালের এই প্রাক্তন খেলোয়াড়। ডি স্টেফানো ৩০৭ গোল করেন ৩৯৬ ম্যাচে। অবশ্য রোনালদো ২৯৯ ম্যাচেই করেছেন ৩১০ গোল। এর মধ্যে লা লিগায় ২২২টি, চ্যাম্পিয়নস লিগে ৬২টি, কোপা ডেল রেতে ২১টি, স্প্যানিশ সুপার কাপে ৩টি এবং উয়েফা সুপার কাপে ২টি গোল করেছেন সিআর-সেভেন। আর ১৪ গোল করলেই রাউলকে ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুকুটটি নিজের করে নেবেন এই পর্তুগিজ তারকা।
এদিকে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডে নিজেকে আরো ওপরে নিয়ে গেছেন রোনালদো। ২৭টি লিগ হ্যাটট্রিক নিয়ে শীর্ষে আছেন রিয়াল তারকা। ২৪টি হ্যাটট্রিক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন বার্সার আর্জেন্টাইন তারকা মেসি। ২২টি করে হ্যাটট্রিক নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন রিয়াল রিয়াল কিংবদন্তি ডি স্টেফানো ও অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেলমো জারা।
রোনালদো লা লিগার এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির লড়াইয়েও আরেক ধাপ এগিয়ে গেছেন। লা লিগার এ মৌসুমে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি। ৪১ গোল নিয়ে রোনালদোর পরেই আছেন মেসি। লা লিগায় রিয়াল, বার্সা দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে। অর্থাৎ পিচিচি ট্রফি যে রোনালদোর হাতে উঠতে যাচ্ছে, তা বলাই যায়। তবে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে থাকছেন মেসিই।