শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > রোনালদোর চার মিনিটের জাদু

রোনালদোর চার মিনিটের জাদু

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
আন্তর্জাতিক বিরতির পর ইতালিয়ান লিগে ফিরেই নৈপুণ্য দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার সিরিআয় রোনালদোর জোড়া গোলে ক্যালিয়ারিকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো টানা ৯ বারের চ্যাম্পিয়নরা। ৮ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

তুরিনে ঘরের মাঠে প্রথমার্ধেই ক্যালিয়ারির জালে দু’বার বল পাঠান পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তার চার মিনিটের জাদু মূলত ব্যবধান গড়ে দেয় ম্যাচে।

৩৮তম মিনিটে স্প্যানিয়ার্ড তারকা আলভারো মোরাতার অ্যাসিস্টে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। ৪২তম মিনিটে তুর্কি ফুটবলার মেরি ডেমিরালের সহায়তায় দ্বিতীয় গোলের দেখা পান তিনি।

সব প্রতিযোগিতায় নিজের শেষ ৬ ম্যাচে ৮ গোল করলেন রোনালদো। ম্যাচের পর তার প্রশংসায় জুভ কোচ আন্দ্রে পিরলো বলেন, ‘রোনালদোর পেশাদারিত্ব অসাধারণ। আমরা সবাই তা জানি। সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। ম্যাচ ও অনুশীলনে বাকি ফুটবলারদের জন্য দৃষ্টান্তস্বরূপ।’