শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রোনালদোবিহীন পর্তুগালের বিপক্ষে হারল ইতালি

রোনালদোবিহীন পর্তুগালের বিপক্ষে হারল ইতালি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: নানির কথাটাই সত্যি হলো। ম্যাচের আগে পর্তুগালের এই তারকা মিডফিল্ডার বলেছিলেন, রোনালদোকে ছাড়াই আমরা জিতব। হলোও তাই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো না খেললেও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

গত ১৩ জুন ইউরো বাছাইপর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর হ্যাটট্রিকে আর্মেনিয়াকে ৩-২ গোলে হারায় পর্তুগাল। এরপর জাতীয় দল থেকে ছুটির অনুমতি পাওয়ার ইতালির বিপক্ষে তিনি খেলেননি।

সুইজারল্যান্ডের মাঠে প্রথমার্ধে ইতালি ও পর্তুগাল কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মিডফিল্ডার কারেশ্মার পাস থেকে পর্তুগালকে লিড এনে দেন এডার। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। এর আগে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার পর্তুগিজদের হয়ে ১৭টি ম্যাচ খেলেন।

গোল পরিশোধে মরিয়া হলেও পর্তুগালের জালে বল পাঠাতে ব্যর্থ হয় পিরলো-গ্যাব্বিয়াদিনি-শারাউইরা। রেফারি শেষ বাঁশি বাজালে ইতালিকে হতাশ করে ফানার্ন্দো সান্তোসের শিষ্যরা কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠে ছাড়ে।