স্পোর্টস ডেস্ক ॥ স্টেডিয়ামে বসেই নিজের গড়া রেকর্ড ভাঙার মুহূর্ত দেখেছেন রোনালদো। বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত গোলদাতা ছিলেন ব্রাজিলের এই সাবেক গ্রেট ফুটবলার।কিছু দিন আগে তার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজা। কিন্তু তাতেই ক্ষান্ত হননি তিনি। মঙ্গলবার রাতে রেকর্ডটি একার করে নিয়েছেন এই জার্মান ফরোয়ার্ড।গড়েছেন নতুন রেকর্ড।
ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করার রেকর্ড গড়েছেন ৩৬ বছর বয়সী ক্লোজা। খেলার ২৩ মিনিটে স্বাগতিকদের জালে বল জড়িয়েছেন এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে রোনালদোকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। রোনালদো সব মিলে বিশ্বকাপে ১৫টি গোল করেছিলেন।
টুর্নামেন্টে এটা ক্লোজার দ্বিতীয় গোল। এর আগে গ্রুপপর্বে ঘানার বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের ব্যক্তিগত গোল ১৫ তে উন্নীত করেছিলেন। সঙ্গে স্পর্শ করেছিলেন রোনালদোর রেকর্ড। তখন তাকে অভিনন্দন জানিয়েছিলেন ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের নায়ক রোনালদো।
এবারও তার ব্যত্যয় ঘটবে না। নতুন রেকর্ড গড়ায় ক্লোজাকে নিশ্চয়ই অভিনন্দন ও শুভেচ্ছা জানাবেন রোনালদো। তবে ক্লোজা রেকর্ড গড়লেও তার দল যেভাবে ব্রাজিলকে বিধ্বস্ত করে চলেছে তাতে কাঁদবে রোনালদোর হৃদয়!
বিশ্বকাপে ৫ সর্বোচ্চ গোলদাতার নাম :
মিরোস্লাভ ক্লোজা : ১৬ গোল (জার্মানি)
রোনালদো : ১৫ গোল (ব্রাজিল)
গার্ড মুলার : ১৪ গোল (জার্মানি)
জাস্ট ফনতাইন : ১৩ গোল (ফ্রান্স)
পেলে : ১২ গোল (ব্রাজিল)