বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রেফারির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন গাবির

রেফারির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন গাবির

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বড় আশা নিয়ে ন্যু ক্যাম্পে এসেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সম্প্রতি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ধাক্কা খাওয়া বার্সেলোনাকে আরেকটি ধাক্কা খাইয়ে ছাড়বে তারা! শুরুতে গোল পেয়ে সেই স্বপ্নেই হয়তো বিভোর ছিলেন দিয়েগো সিমিওনের শিষ্যরা। কিন্তু না, উল্টো লুইস সুয়ারেজের জোড়া গোলে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। প্রথম লেগে অ্যাটলেটিকো পিছিয়ে পড়ল ২-১ গোলের ব্যবধানে।

ম্যাচের ফলটা ভিন্নও হতে পারত! রেফারির পারফরম্যান্স নাকি সেটিকে ঘুরিয়ে দিয়েছে। স্বাগতিকদের পক্ষেই কাজ করেছেন রেফারি! তাই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জার্মানির রেফারি ফিলিক্স ব্রাইসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাটলেটিকো অধিনায়ক গাবি।

২৫ মিনিটে গোল পান তোরেস। ২৮ মিনিটে নেইমারকে বাজেভাবে ট্যাকেল করে দেখেন হলুদ কার্ড। খেলার ৩৫ মিনিটের মাথায় ফের সার্জিও বুসকেটসকে রুখতে গিয়ে আরো একবার হলুদ কার্ড দেখেন তোরেস। এরপর রেফারি লাল কার্ড দেখিয়ে তোরেসকে মাঠ ছাড়তে বলেন।

এই দুটি হলুদ কার্ড নিয়ে আক্ষেপে পুড়ছেন গাবি। বলেন, ‘এই ধরনের ম্যাচে এমন পর্যায়ে কার্ড (লাল কার্ড) দেখানোর মানে নেই। আমরা ম্যাচের লাগাম হাতেই রেখেছিলাম। গোলও করেছিলাম। দুটি ফাউল বিশ্লেষণ করলে আপনি দেখবেন, বেশি হলে একটি হলুদ কার্ড দেয়া যায়। তাই প্রথমার্ধটা ছিল আমাদের। আর অতিরিক্ত এক খেলোয়াড় নিয়ে দ্বিতীয়ার্ধটা ছিল তাদের (বার্সা)।’