স্পোর্টস ডেস্ক ॥ বান্ধবী ইরিনা শায়েককে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো গিয়েছিলেন বাস্কেটবল খেলা দেখতে। একই দিনে বান্ধবী শাকিরাকে নিয়ে জেরার্ড পিকে গিয়েছিলেন ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত গায়িকার অ্যালবাম উদ্বোধন করতে। ওই দুটো জায়গাতেই উঠে এলো সান্টিয়াগো বার্নাব্যু’র রবিবাসরীয় এল ক্লাসিকোর কথন। যখন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো পরস্পরের বিপক্ষে আবারো ফুটবল দ্বৈরথে মাঠে নামবেন। ফলে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের পর আবারো আরো একটি মেগা ম্যাচ দেখতে পাবে বিশ্বের ক্রীড়ামোদীরা।
তবে ফর্ম বিচারে দুই শিবিরে ভিন্ন দুই চিত্র। রিয়াল যেখানে দাপট ঘোষণায় অনেকটা মত্ত। বার্সেলোনা সেখানে অনেকটা খোলসবন্দি। ব্যাকফুটেও বলা চলে। নিজেদের মাঠে খেলা ও ছাত্রদের ফর্ম বিচারে রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলাত্তি এতোটাই আত্মবিশ্বাসী যে – মহারণের প্রায় ৭২ ঘণ্টা আগেই সেরা একাদশ সাজিয়ে ফেলেছেন। ইতালিয়ান ম্যানেজার জোরের সাথে বলছেন, ‘হ্যাঁ, একাদশ বাছাই হয়ে গিয়েছে। এটা যেমন কঠিন নয়, তেমনি অহেতুক বিষয়টি নিয়ে জলঘোলা করাও ঠিক নয়।’
তবে অনেক দিন বাদে রিয়াল চাপমুক্ত হয়ে এল ক্লাসিকো খেলতে নামতে পারছে। কেননা ফর্মের তুঙ্গে রয়েছে মাদ্রিদিস্তা ক্লাবটির আক্রমণের ত্রিফলা (রোনালদো, বেল ও বেনজেমা)। তারপরেও যদি তারা ম্যাচটি হেরেও যায়, তাহলেও খুব বেশি সমস্যা হবেনা রিয়ালের। কারণ, চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে তখনো এক পয়েন্ট এগিয়ে থাকবে লস ব্লাঙ্কোসরা। আর জিতলে মেসিদেরকে সাত পয়েন্ট পিছনে ফেলবে বার্নাব্যুর অধিবাসীরা। তাই আনচেলাত্তি জোর গলায় বলছেন, ‘আমি নিশ্চিত ছেলেরা দলকে জয় উপহার দেবে।’
আসলে গেল সপ্তাহে জার্মানির দল শালকের বিপক্ষে দুই পর্ব মিলিয়ে ৯-২ ব্যবধানে জয়ের পরই আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। সেজন্য দলটির হৃদপিন্ড রোনালদো বলছেন, ‘এবার আমাদের লক্ষ্য তিনটি ট্রফি। সেই লক্ষ্যেই ধাপে ধাপে এগুচ্ছি আমরা।’ রিয়ালের এমন কথার চালে বার্সেলোনা কী ঘাবড়েই গেল? তারা যে একেবারে নিশ্চুপ! না, একেবারে চুপ নয় কাতালনরা। ভয়ও পায়নি দলটি। তাই বার্সার অন্যতম প্রতিনিধি আন্দ্রেস ইনিয়েস্তা সাড়ম্বরে ঘোষণা দিলেন, ‘আমরা তৈরি।’