শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে র‌্যাবের মামলা, চেয়ারম্যানসহ পলাতক ৯

রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে র‌্যাবের মামলা, চেয়ারম্যানসহ পলাতক ৯

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
করোনা টেস্ট না করে সার্টিফিকেট প্রদান, করোনা রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধি ৪০৬/৪১৭/৪৬৫/৪৬৮/৪৭১/২৬৯ ধারায় মামলা নং- ৫ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে। এতে সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা থেকে আটক ৮জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ৯ জনকে পলাতক আসামি হিসাবে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের দুটি শাখাকেই করে দেন র‌্যাব। স্বাস্থ্য অধিদফতর থেকে সন্ধ্যায় ওই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় ।

উল্লেখ্য, সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হয়। সেখানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট ও করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়মের প্রমাণ মেলে।