শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রায় ঘিরে সুপ্রিম কোর্টে ব্যাপক নিরাপত্তা

রায় ঘিরে সুপ্রিম কোর্টে ব্যাপক নিরাপত্তা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর চূড়ান্ত রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার(৬ ডিসেম্বর) সকাল ৮টার আগেই কোর্ট এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তারা সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট এবং বার কাউন্সিলের গেটে সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে। প্রত্যেকের দেহ ও ব্যাগ তল্লাশি শেষে তাদের প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আদালতের আশেপাশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো।

বুধবার সকাল ৯টার পর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে।