বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে বিচারাধীন মঞ্জুর হত্যা মামলার বিচারক হোসনে আরা আক্তারকে বদলি করে নতুন বিচারক নিয়োগ দেয়া হয়েছে।
আদালত সূত্র মঙ্গলবার রাতে বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছে। এ মামলায় নতুন বিচারক করা হয়েছে খন্দকার হাসান মাহমুদ ফিরোজ।
আলোচিত এ রায় ঘোষণার জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। তবে রায়ের আগমুহূর্তে বিচারক পরিবর্তন করায় নির্বারিত সময়ে রায় ঘোষণা করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত (অস্থায়ী) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তারের আদালত এ তারিখ ঘোষণা করেন।
এসময় আদালতে উপস্থিত ছিলেন মামলার প্রধান আসামি সাবেক রাষ্ট্রপতি ও প্রধানন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই ঘটনার পর চট্টগ্রামে সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) মোহাম্মদ আবুল মঞ্জুর পুলিশের হাতে আটক হন। পুলিশ হেফাজত থেকে ১ জুন চট্টগ্রাম সেনানিবাসে নেয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালে ২৮ ফেব্রুয়ারি নিহত মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। ১৯৯৫ সালের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।
মামলার অভিযোগপত্রভুক্ত বাকি চার আসামি হলেন- অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক ও অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফ ও অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল শামসুর রহমান শামসের। মামলার পাঁচ আসামিই উচ্চ আদালতের জামিনে রয়েছেন। বাংলামেইল২৪ডটকম