শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না: প্রধান বিচারপতি

রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না: প্রধান বিচারপতি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমরা ধর্মকে সর্বত্র ছড়িয়ে দিতে চাই। ধর্মের কোনো রাষ্ট্রীয় সীমানা থাকতে পারে না। ধর্ম সমগ্র মানবতার। তাই রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। ’

বুধবার ‘বৌদ্ধ ধর্মের আলোকে বিশ্বশান্তি শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবুজবাগের বৌদ্ধ বিহারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘উপস্থিত সকল মানুষের রক্তই লাল তাহলে কেন সংঘাত। আজকে কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। প্রতিটি ধর্মই শান্তির কথা বলে। তবে আমাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা করছে। যার ফলে পৃথিবীতে এতো সংঘাত হানাহানির ঘটনা ঘটছে।’

তিনি আরো বলেন, ‘আমি সবাইকে আহ্বান জানাই আপনারা যার যার ধর্মের বাণী প্রচার করুন। যারা বিপথে গেছে তাদেরকে বুঝান। ’

এস কে সিনহা বলেন, ‘বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আজকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একইভাবে আমাদের দূর্গা পূজায়ও ছুটি ঘোষণা করা হয়। আমাদের অনুষ্ঠানে যেমন মুসলমানসহ সব ধর্মের মানুষররা আসে, আমরাও তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাই। ’

তিনি আরো বলেন, ‘ধর্মকে আমরা কোনো সীমার মধ্যে রাখতে চাই না। ধর্ম মানুষের জন্য। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। ’

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামকৃঞ্চ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজসহ চীন, ভারত, শ্র্রীলঙ্কা ও ভিয়েতনামের কূটনৈতিক কোরের বিভিন্ন কর্মকর্তারা।