শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাষ্ট্রপতির অবসরভাতা ও নতুন মুদ্রা আইন অনুমোদন

রাষ্ট্রপতির অবসরভাতা ও নতুন মুদ্রা আইন অনুমোদন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন-২০১৫’ খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ ছাড়া ‘দ্য বাংলাদেশ কোয়েনেজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৫’ –এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সোমবার (০৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশররাফ হোসাইন ভূইঞা এ তথ্য দেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ রেশম বোর্ড উন্নয়ন (সংশোধন) আইন-২০১৫ অনুমোদিত হয়নি।
এছাড়া গত ১৮ থেকে ২৬ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্বস্বাস্থ্য সংস্থার ৬৮তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ মন্ত্রিসভাকে অবহিত করা হয়।