বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের নামে গ্রেফতারি পরোয়ানা

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের নামে গ্রেফতারি পরোয়ানা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। ১৯৯৪ সালে একটি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমাহামলায় ৮৫ জনের নিহতের ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ফার্নান্দেজের বিরুদ্ধে বিষয়টি গোপন করে তদন্তকাজে প্রভাববিস্তারের অভিযোগ আনা হয়।
এই প্রেক্ষিতে, কংগ্রেসে এক সাংবাদিক সম্মেলনে ফার্নান্দেজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বিচারপতি বোনাদিও ও বর্তমান প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রির বিরুদ্ধে আদালত অবমাননারও অভিযোগ আনেন। তিনি বলেন, এটি একটি সাজানো মামলা যার আদৌ কোনো অস্তিত্ব নেই।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে মামলার বাদী প্রসিকিউটর আলবার্তো নিসম্যানকে নিজ অ্যাপার্টমেন্টের বাথরুমে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পাওয়া যায়। মূলত এরপর থেকেই ফার্নান্দেজের এ মামলাটি বিশ্ববাসীর নজরে আসে। এরপর আদালত মামলাটি পুনঃতদন্তের