বাংলাভূমি ডেস্ক ॥
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন তো ঢাকা ক্লাব সহ অভিজাত ক্লাব আর বারগুলোতে মদ বেচা বন্ধ করে দেন। সরকারি মদের ফ্যাক্টরি কেরু এন্ড কোম্পানি বন্ধ করে দেন। নাকি খালি ইয়াবাই মাদক? বোতলের মদ কি অমৃত?
কথাগুলো বলছিলেন লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।
তিনি তার ফেসবুকে আরো লিখেছেন- সরকারি কেরু এন্ড কোম্পানি কি মিনারাল ওয়াটার উৎপাদন করে? রাষ্ট্রই তো দেশের বৃহত্তম মাদক উৎপাদনকারী। এই আরবান এলিটেরা এতো ভণ্ড যে নিজে মদের গেলাস হাতে নিয়ে তথাকথিত মাদক বিরোধী অভিযানের প্রশংসা করে।
তার এই ছোট্র স্ট্যাটাসের পর অনেকেই কমেন্টস করেছেন। তাদের মধ্য থেকে কয়েকজনের মতামত তুলে ধরা হলো।
ইসমাম মাহমুল মঝা করে লিখেছেন, এগুলো তো “লাল পানি” চিত্ত বিনোদনের জন্য সেবন করা হয়। তারা মাতাল হয় না, মাতাল হলে মাদক বিরোধী অভিযানের প্রশংসা কিভাবে করে।
জাহিদ হক শুভ বলছেন, শুধু ইয়াবাই মাদক অন্য গুলা রাজার খাদ্য নয়তো শরবত।
আহাম্মদ সুলতান শাহরিয়ার চৌধুরীর ভাষায়, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব- এগুলিতে অভিযান চালায় না কেন? মেরুদণ্ড কী ভঙ্গুর নাকি, নাকি এলিটদের ভয়!
সূত্র: আমাদের সময়