শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > রাশিয়া সম্পৃক্ততা-বিষয়ক তদন্তের মুখোমুখি হতে আগ্রহী ট্রাম্প

রাশিয়া সম্পৃক্ততা-বিষয়ক তদন্তের মুখোমুখি হতে আগ্রহী ট্রাম্প

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা তদন্তে গঠিত বিশেষ কাউন্সিলের মুখোমুখি হতে আগ্রহী তিনি। ট্রাম্প বলেন, তিনি আর দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই রবার্ট মুলারের বিশেষ কাউন্সিলের সাথে সাক্ষাতের বিষয়ে আশাবাদী। বুধবার হোয়াইট হাউজে ট্রাম্প আরও বলেন, তিনি এখন মুলার কাউন্সিলের সর্বোচ্চ তদন্তে শপথ নিয়ে প্রশ্নের জবাব দিতে ‘সম্পূর্ণ’ প্রস্তুত রয়েছেন।

যদিও, ট্রাম্প কয়েকদিন আগেই মুলারের সঙ্গে সাক্ষাতের বিষয়টিকে ‘বিরক্তিকর’ বলে অভিহিত করেছিলেন। তিনি আরও বলেছিলেন, এইসব তদন্ত আসলে ‘শুভঙ্করের ফাঁকি’ ছাড়া আর কিছুই না।

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এখনই উপসংহার টেনে জানিয়ে দিয়েছে যে মস্কো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ট্রাম্পের পক্ষে কাজ করেছে। যদিও বরাবরের মতই রাশিয়া তা অস্বীকার করেছে।

উল্লেখ্য, ট্রাম্পের আইনজীবী মুলারের তদন্তদলের সাথে সাক্ষাৎকারের পদ্ধতি-বিষয়ে আলোচনাও শুরু করেছেন। তারা জানিয়েছে, সাক্ষাৎকারটি সামনা-সামনি, লিখিত অথবা উভয় পদ্ধতিতেই হতে পারে। বিবিসি