শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘রাশিয়া আসাদকে রক্ষা করতে পারবে না’

‘রাশিয়া আসাদকে রক্ষা করতে পারবে না’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখার রুশ প্রচেষ্টা সফল হবে না।

রোববার রিয়াদে সুইস পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের বুরখালতেরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, এর আগে আসাদের ক্ষমতা টিকিয়ে রাখতে ইরানসহ অন্যদের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘এখন আসাদ রাশিয়ার সমর্থন চেয়েছেন। তবে মস্কোও তাকে বাঁচাতে ব্যর্থ হবে যদিও তারা সিরিয়ার বিরোধীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।’

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আসাদকে লক্ষ্য করে আরো বলেন, ‘যে ব্যক্তির প্ররোচণায় তিন লাখ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে তার আর ক্ষমতায় থাকা হচ্ছে না। তার সরে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। আজ হউক বা কাল হউক, তাকে ক্ষমতা ছাড়তেই হবে।’ আসাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরই নতুন সিরিয়া গড়ার কাজ শুরু হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

এর আগে শনিবার জার্মানির মিউনিখে সেএনএন’য়ের ক্রিস্টিনা আমানপোরকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদকে ‘জোবপূর্বক’ ক্ষমতাচ্যুত করা হবে বলে হুমকি দিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন,‘বশির আল আসাদকে ক্ষমতা ছাড়তেই হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয় তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বেন, নইলে তাকে জোর করে তাড়াতে হবে।’