সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাবির ‘এ’, সি’ এবং ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

রাবির ‘এ’, সি’ এবং ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

শেয়ার করুন

রাবি প্রতিনিধি, রাবি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’, ‘সি’ এবং ‘জি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

কলা অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল হাই তালুকদার জানান, ‘কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে ৪ হাজার শিক্ষার্থীকে উত্তীর্ন করা হয়েছে। পরীক্ষার ফলাফল ডিন কমপ্লেসের নোটিশবোর্ডে ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট জানা যাবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে।

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আমিনুল ইসলাম জানান, ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল ডিন কমপ্লেসের নোটিশবোর্ডে ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট জানা যাবে।

তিনি আরও জানান, উত্তীর্ন শিক্ষার্থীদের ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় কৃষি অনুষদ কার্যালয়ে ডাকা হয়েছে।

এছাড়াও বিজ্ঞান অনুষদভুক্ত ১ ‘সি’ ইউনিটের জোড় ও বিজোড় গ্রুপের প্রতিটি গ্রুপ থেকে এথম ৬০০ জনের নাম মেধা তালিকায় প্রকাশ করা হয়েছে। মেধা তালিকার সাক্ষাৎকারের তারিখ ও সময় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে