সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > রাবিতে শিক্ষক খুন, অপরাধীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

রাবিতে শিক্ষক খুন, অপরাধীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক একেএম শফিউল ইসলামের হত্যার প্রতিবাদে তৃতীয় দিন মঙ্গলবার শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচি চলছে। এসময় অপরাধীদের গ্রেপ্তারে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা নেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে শিক্ষক সমিতি। এর আগে সোমবার এই কর্মসূচি পালন করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেছে।

এতেও একাত্ততা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম মজুমদার জানান, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছি। এই সময়ের মধ্যে যদি খুনিদের চিহ্নিত করে বিচার করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আরও কঠোর কর্মসূচি দেবে।

উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যার ঘটনায় রোববার রাবি রেজিস্ট্রার অধ্যাপক ড. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।