শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাবিতেও গাওয়া হবে জাতীয় সঙ্গীত

রাবিতেও গাওয়া হবে জাতীয় সঙ্গীত

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের আলোকে স্বাধীনতা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) গাওয়া হবে জাতীয় সঙ্গীত।

২৬ মার্চ সকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে গাইবেন জাতীয় সঙ্গীত।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রফেসর ইলিয়াস হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্বাধীনতা দিবসে যেহেতু জাতীয়ভাবে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারও ওইদিন একসঙ্গে এই সঙ্গীত গাইবো।

তিনি ২৬ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের সবাইকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।