শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জরুরি সাহায্যের আহ্বান

রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জরুরি সাহায্যের আহ্বান

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দেখতে দেখতে দেশের পোশাক শিল্পের ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনা রানা প্লাজা ধ্বসের এক বছর পুর্তি হতে চল্লেও এখনো ক্ষতিগ্রস্ত অনেক শ্রমিকদের মেলেনি ক্ষতিপূরণ। আহত অনেক শ্রমিক এখনো রয়েছেন চরম দুরাবস্থায়। এমনকি হারিয়েছেন উপার্যনের শেষ অবল্বনটুকুও। সেজন্য মর্মান্তিক ওই দুর্ঘটনার বর্ষপুর্তিতে নিহত শ্রমিকদের পরিবার ও আহতদের জরুরি সাহায্য প্রয়োজন বলে মনে করছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

বুধবার এ বিষয়ে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রানা প্লাজা ধ্বসের পর এক বছর পার হয়ে গেলেও অনেক আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানই এখনো ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য তাদের প্রতিশ্রুত অর্থ সাহায্য দেয়নি। এখনো অনেক শ্রমিক নানান শারীরিক সমস্যা ও বেকারত্বে ভুগছে। কিন্তু রানা প্লাজায় থাকা ৫টি গার্মেন্ট কারখানার ক্রেতা প্রতিষ্ঠানগুলো এখনো ক্ষতগ্রস্তদের সাহায্যের জন্য গঠিত ফান্ডে পর্যাপ্ত অর্থ জমা দেয়নি।