স্পোর্টস ডেস্ক ॥
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গবার (৩১ অক্টোবর) রাতে মেসির বার্সেলোনা ও নেইমারের পিএসজি মাঠে নামছে। এই ম্যাচে সবারই নজর থাকবে দুই বন্ধুর দিকে কে কাকে ছাড়িয়ে মাঠে ভালো পারফর্ম করতে পারে। এমনটাই আশা করছে মেসি নেইমার ভক্তরা।
তবে এতে রাতে আরো তারকা খচিত চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।
অধিকাংশ ম্যাচগুলোই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১টা ৪৫ মিনিটে। বিভিন্ন চ্যানেল এই ম্যাচ গুলো সম্প্রচার করবে। দেখে নেওয়া যাক কোন চ্যানেল কোন ম্যাচ দেখাবে, অলিম্পিয়াকস-বার্সেলোনার খেলাটি সনি টেন-১, রোমা-চেলসির খেলাটি সনি সিক্স, পিএসজি-অ্যান্ডারলেক্ট খেলাটি সনি-৩, ম্যানচেস্টার ইউনাইটেড-বেনফিকা খেলাটি সনি-২, অ্যাটলেটিকো-ক্যারাবাগ খেলাটি সনি লাইভ ও স্পোর্টিং-জুভেন্টাসের খেলাটি দেখাবে সনি ইএসপিএন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ জিতে নিয়েছে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে থাকা বার্সেলোনা মঙ্গলবার জিতলেই নকআউট পর্ব নিশ্চিত করবে।
অবশ্য জুভেন্টাস-স্পোর্টিং ম্যাচ ড্র অথবা জুভেন্টাস জিতলে কেবল কাতালানরা নকআউট পর্বে খেলতে পারবে। এটা না হলে আরও একটা ম্যাচের অপেক্ষায় থাকতে হবে বার্সার।
বি গ্রুপে আজ নকআউট পর্ব নিশ্চিত করতে পারে পিএসজিও। নেইমাররা মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেক্টের মুখোমুখি হচ্ছে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।