বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাতে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা

রাতে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলোতে রাতে ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
আর সে নিয়ে খুবই অসন্তুষ্ট শিক্ষার্থীরা।
রাত একটা থেকে ভোর ছটা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে এই কারফিউ।
কোরিয়া টাইমস বলছে, কিছু বিশ্ববিদ্যালয় গেম খেলার সাইটের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, রাতে অনলাইনে বড্ড বেশি সময় নষ্ট করে ছেলেমেয়েরা আর তাতে দরকারি ঘুম নষ্ট হয়।
আর গেম খেলে তারা শুধু শুধু সময় নষ্ট করে অন্যদেরও যন্ত্রণার কারণ তারা।
এসব বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা।
তবে ছাত্ররা উল্টো বলছে, ক্লাসের পড়াশোনার জন্য গবেষণা করতেই বরং তারা ইন্টারনেট ব্যবহার করেন। বিবিসি।