রাজশাহী ব্যুরো:
রাজশাহীর পবা উপজেলায় ২১৪ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৬ এপ্রিল) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৫৭)। রাজশাহী মহানগরের পঞ্চবটি এলাকার বাসিন্দা তিনি। র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পবার শিরোলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। আলাউদ্দিন দীর্ঘদিন ধরে অ্যালকোহল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।