এম এম মামুন,রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে দুইজন আওয়ামী লীগ নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত ২৪ ঘন্টায় আরএমপির থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আওয়ামী লীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী ৬ জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন, সাহাবুল ইসলাম কমল (৩২) ও মো: মোকশেদউল আলম ওরফে সুমন (৫০)। এদেরর মদ্যে সাহাবুল ইসলাম কমল রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি রাজশাহী মহানগর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর মোকশেদউল আলম সুমন বোয়ালিয়া মডেল থানার মিয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী মহানগর তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক। আইনি প্রক্রিয়া শেষে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।