এম এম মামুন,রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর সিএন্ডবির মোড় এলাকায় পথচারী নারীদের উত্যক্ত ও হেনস্তাকারী চার যুবকের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে আরএমপি পুলিশ।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন- নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. জুবায়ের হোসেন রাকিব (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার মো. রমজানের ছেলে মো. সবুজ (২০)।
এর আগে বুধবার (২৩ এপ্রিল) বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে প্রকাশ্যে গানের তালে নারীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন একটি ভিডিও ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ। এরপর থেকেই ভিডিওতে থাকা যুবকদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি তুলছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভিডিওটি সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ার থেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে মন্তব্য করেন। নারীদের উত্ত্যক্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই অভিযুক্তদের ধরতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ।
এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়ান বলেন, নারীদের হয়রানির ঘটনায় শুধু গ্রেপ্তারই নয়, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে। এরপর দুজন গ্রেপ্তারও হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য বখাটেদের ধরতে অভিযান চলছে।