রাজশাহী প্রতিনিধি ॥
রাজশাহীর গোদাগাড়ীর হাবাসপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চলছে। অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া অভিযানস্থলে ফায়ার সার্ভিসের একজন কর্মী গুলিবিদ্ধ ও পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে পুলিশ ২ শিশুকে উদ্ধার করেছে।
বুধবার (১১ মে) দিবাগত রাত ৩ টার দিক থেকে ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এছাড়া বাড়ির ভেতর থেকে বিস্ফোরণ শব্দ পাওয়া যাচ্ছে।
জানা গেছে যে বাড়িটি ঘিরে পুলিশ অভিযান চালাচ্ছে সেখানে সাজ্জাদ হোসেন নামের একজন কাপড় ব্যবসায়ী থাকেন। ওই কাপড় ব্যবসায়ী এর আগে পার্শবর্তী একটি গ্রামে থাকতেন। দুই মাস আগে তিনি হাবাসপুর এলাকার এই বাড়িতে আসেন।
গোদাগাড়ী থানার ওসি হিপজুর রহমান মুন্সী সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত ৩টা থেকে ওই বাড়িতে জঙ্গি বিরোধী অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাটির তৈরি ওই বাড়ির ভেতর থেকে কোন প্রকার শাড়া-শব্দ না দেওয়ায় পুলিশ সেখানেই অবস্থান করছিলো। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতরে কয়েকটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর পুলিশ নিরাপদ দূরত্বে সরে আসে এবং অভিযান পরিচলানার জন্য প্রস্থতি নিতে থাকে।
তবে রাতের কারণে অভিযান চালাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান শুরু করে পুলিশ।