স্টাফ রিপোর্টার ॥
রাজশাহী : মোটরশ্রমিক ইউনিয়নের নেতাকে পুলিশ লাঞ্ছিত করার অভিযোগ এনে শনিবার ভোর ৫টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকাল পরিবহন ধর্ঘঘটের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের যুগ্মসম্পাদক মো. গাজী।
তিনি বলেন, ‘মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরীকে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত কুমার রায় লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে মোটরশ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন।
ওই বিক্ষোভ থেকেই শনিবার সকাল ৫টা থেকে রাজশাহী থেকে সকল রুটে অনির্দিষ্টকাল পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়।
এদিকে, বাস শ্রমিকদের একাধিক সূত্র জানায়, মাহাতাবের এক অনুসারীকে মহানগর ডিবি পুলিশ শুক্রবার রাত নয়টার দিকে আটক করে। এরপর মাহাতাব তাকে ছাড়াতে ডিবি কার্যালয়ে তদবির করতে যান। এসময় সহকারী কমিশনার সুশান্ত কুমারের সঙ্গে মাহাতাবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুশান্ত কুমার মাহাতাবকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন শ্রমিক নেতাদের। এর জের ধরেই অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
তবে এ ব্যাপারে জানতে এসি সুশান্তের সঙ্গে রাতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।