সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > রাজপথ রাঙাতে নামছে শিক্ষার্থীরা

রাজপথ রাঙাতে নামছে শিক্ষার্থীরা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দৃষ্টিনন্দন আলপনায় রাঙিয়ে দেয়া হবে সিলেটের রাজপথগুলো। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাজপথে আলপনা আঁকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে অলপনা আঁকার কাজ।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীর সৌন্দর্যবধনের অংশ হিসেবে শাবির শিক্ষার্থীদেরকে দিয়ে আলপনা আকাঁর উদ্যাগটি নেয়া হয়েছে। শাবির শিক্ষার্থীদের সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জানা যায়, মঙ্গলবার বিকেলে নগরীর রোজভিউ হোটেল প্রাঙ্গণে আলপনা আঁকা শুরু হবে, চলবে ১৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ চলবে। হোটেল রোজভিউর সামনে থেকে নাইওরপুল হয়ে চৌহাট্টা, আম্বরখানা পয়েন্ট হয়ে লাক্কাতুরা বিমানবন্দর সড়ক পর্যন্ত আলপনা আঁকা হবে। এই আলপনা শিল্পের পুরো কাজ বাস্তবায়ন ও পরিকল্পনায় থাকবে শাবির স্থাপত্য বিভাগ।

বিভাগের শিক্ষক সুব্রত দাশ বাংলামেইলকে বলেন, ‘সিটি করপোরেশনের আলপনা আঁকার প্রস্তাব আসার পরই আমরা সাড়া দিয়েছি। বাণিজ্যিক চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে সারাবিশ্বে দেশের ঐতিহ্য তুলে ধরে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হবে।’

সিটি করপোরেশন সূত্র জানায়, যখন রাস্তার একটি অংশে কাজ চলবে তখন সেই অংশে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকবে। স্বেচ্ছায় যারা কাজ করবে তাদের ভলান্টিয়ার আইডি কার্ড ব্যবস্থা থাকবে। ভলান্টিয়ার ছাত্রীরা আইডি কার্ডের মাধ্যমে হলে প্রবেশ সংক্রান্ত ব্যাপারে কিছুটা শিথিলতা ও কাজের সময় সব ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা পাবে। রেজিস্টার্ড ভলান্টিয়ারদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি করপোরেশন থেকে টি-শার্ট, খাবার সরবরাহ করা হবে।

সিলেট সিটি করপোরেশনে প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বাংলামেইলকে বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে আলপনা চিত্র এঁকে দেবে। বিশ্ববিদ্যালেয়ের স্থাপত্য বিভাগকে স্বেচ্ছায় এ কাজের দায়িত্ব দেয়া হয়েছে।’ বাংলামেইল২৪ডটকম