শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাজধানীর চকবাজারে ককটেলে পুলিশসহ আহত ৫

রাজধানীর চকবাজারে ককটেলে পুলিশসহ আহত ৫

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে ছিনতাইকারীদের ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছে। চক বাজারের ইসলামবাগ জমিরের গলিতে মঙ্গলবার ভোরে ছিনতাইকারীদের পুলিশ ধাওয়া করলে তারা ককটেল বিস্ফোরণ করে।

চকবাজার থানাধীন ইসলামবাগের জমিরের গলিতে ভোর সাড়ে ৫টার দিকে ৫-৭ জন যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশের একটি টহল দল পিছু নিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে অন্য ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও খোকন (৩০) জাপটে ধরে ফেলে পুলিশ। এতে খোকনের সঙ্গে থাকা ককটেল বিস্ফোরণে কনস্টেবল সাইদুল রহমান (৩৭) এবং খোকন নিজে আহত হয়।

এছাড়া, ককটেল বিস্ফোরণে পথচারী সেন্টু (২২), ছানি (৩০), মিন্টু (২৫) আহত হয়। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চক বাজার থানার এসআই মাহমুদুর রহমান জানান, ছিনতাইয়ের প্রস্তুতিকালে টহল পুলিশের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কনস্টেবল সাইদুল রহমানসহ পাঁচজন আহত হয়েছে। ছিনতাইকারীদের ব্যবহৃত একটি চাকু, কয়েকটি বিস্ফোরিত ককটেলের কৌটা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।