বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাজধানীর কাঁচাবাজার পাইকারিতে দাম নেই, খুচরায় আগুন

রাজধানীর কাঁচাবাজার পাইকারিতে দাম নেই, খুচরায় আগুন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ সবজির মৌসুম হওয়ায় রাজধানীর কাঁচাবাজারে এক থেকে আট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হরেক রকমের সবজি। তবে হরতালের দোহায় দিয়ে খুচরা বাজারে সেই সব সবজির দাম হয়ে যাচ্ছে কয়েকগুন। আর এ কারণেই প্রতিদিন পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে কয়েক লাখ টাকার সবজি।

রাজধানীর কাওরান বাজারের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ৩ টাকা, টমেটো ৮ টাকা, শালগম ১ টাকা, মুলা ২ টাকা, আলু ৫ টাকা, বেগুন ৮ টাকাসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে এক থেকে ৮ টাকা দরে। কিন্তু দাম কম থাকার পরও যোগান বেশি থাকায় প্রতিদিন পচে যাচ্ছে লাখ লাখ টাকার সবজি।

পাইকারি বাজারের আড়ৎদারদের সাথে কথা বলে জানা যায়, শীতে সবজির আমদানি অন্য সমেয়র চেয়ে আনেক বেশি থাকে। তাই প্রতিদিনই কাওরান বাজারে কয়েকশ ট্রাক সবজি আসছে। তবে বিক্রেতার অভাবে তা আড়তেই পচে যাচ্ছে।

আড়তদার জসিম বলেন, ‘মালের দাম নাই। ট্রাক ভাড়ার খরচ তোলাই কঠিন হয়ে যাচ্ছে। তাই লাভ ছাড়াই মাল বেচতে হচ্ছে। তারপরও ক্রেতা পাচ্ছি না।’

একই এভিযোগ করেন আড়ৎদার নায়েব আলী। তিনি বলেন, ‘এবার সবজির আমদানি তুলনামূলক অনেক বেশি। তাই মাল বেচাই কঠিন ব্যাপার হয়ে গেছে, লাভ করাতো দূরের কথা।’

পাইকারি বাজারে সবজির দাম না থাকলেও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমী সবজি। বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ১৫, বেগুন ৩০, আলু ১২, সিম ২৫, মরিচ ৩০ ও শসা ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সবজির দাম এতো বেশি হওয়ার কারণ জানতে কথা বলা হলে খুচরা সবজি বিক্রেতা আলাল বলেন, ‘সামনে হরতাল, তাই ট্রাকের ভাড়া বেশি দেয়া লাগছে। সে কারণেই সবজির দাম বেশি।’

এদিকে বাজারে সবজি কিনতে আসা কয়েকজন বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন সবজির মৌসুম হলেও বিক্রেতারা চড়া দাম নিচ্ছেন। সামনে হরতাল এলে না জানি কি হয়’।