শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাজধানীতে ভূমিসেবা বঞ্চিতদের নিয়ে চলছে দুদকের ‘গণশুনানি’

রাজধানীতে ভূমিসেবা বঞ্চিতদের নিয়ে চলছে দুদকের ‘গণশুনানি’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি সেবা বঞ্চিত ভুক্তভোগী জনসাধারণকে নিয়ে ‘গণশুনানি’ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ গণশুনানি কার্যক্রম শুরু হয়।

গণশুনানিতে ঢাকার তেজগাঁও, গুলশান ও সূত্রাপুর সাব-রেজিস্ট্রার অফিস এবং গুলশান, তেজগাঁও ও কোতয়ালী অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) অফিসগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এসব অঞ্চলের ভুক্তভোগী জনগণ সেবা নিতে গিয়ে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সরকারি এ সব অফিস থেকে সেবা গ্রহণে যে সব নাগরিক হয়রানি বা দুর্নীতির শিকার তারা এ গণশুনানিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

শুনানি শুরুর আগে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এ সময় কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচির অংশ হিসেবে কমিশনের উদ্যোগে এ গণশুনানি।

দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এ শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

কমিশনের চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এবারের নতুন সংযোজন হলো গণশুনানি। কোনো হয়রানি ছাড়া সরকারি সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই এ গণশুনানির আয়োজন।