রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাজধানীতে কারখানায় আগুনে দগ্ধ ৪ জন

রাজধানীতে কারখানায় আগুনে দগ্ধ ৪ জন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কায়েৎটুলির একটি জুতার কারখানায় আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধরা হলেন- আমিনুল ইসলাম (২৪), শরিফুল ইসলাম (২২), আমিনুল ইসলাম-২ (২০) ও আবদুর রহিম (১৮)। অগ্নিদগ্ধ চারজনকেই ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত পৌনে ১০টার দিকে কায়েৎটুলির শাকিব সুজ নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢামেকের বার্ন ইউনিটের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম জানান, আমিনুল ইসলামে শরীরের ৬০ শতাংশ, শরিফুল ইসলামের শরীরের ১৫ শতাংশ, আমিনুল ইসলাম (২)-এর শরীরের ১০ শতাংশ এবং আবদুর রহিমের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।

অগ্নিদগ্ধ আবদুর রহিম জানান, রাতে আমরা দশবারোজন কর্মচারী কারখানায় কাজ করছিলাম। জুতা সেলাইয়ের বাড়তি সুতা পোড়ানোর সময় হঠাৎ আগুন লেগে যায়। তখন অন্যরা তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। বের হতে না পারার কারণে আমরা ৪ জন অগ্নিদগ্ধ হই।

তাদের শরীরের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে। এর মধ্যে আমিনুল ইসলামের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিসের প্রধান কার্য়ালয়ের টেলিফোন অপারেটর জামাল হোসেন জানান, আগুন লাগার কথা শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়।