বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাঙ্গুনিয়ায় পৃথক ঘটনায় দুজন খুন, আটক ৩

রাঙ্গুনিয়ায় পৃথক ঘটনায় দুজন খুন, আটক ৩

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ও ইসলামপুর ইউনিয়নে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টা ও বৃহস্পতিবার রাতে ঘটনা দুটি ঘটে।

বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির।

নিহতরা হলেন, রাউজান উপজেলার বড় ঠাকুর পাড়ার মহরম মিয়া (৩৫)। তিনি বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী গ্রামের লোহার পুল এলাকায় শশুর বাড়িতে থাকতেন। অপরজন হলেন, ইসলামপুর ইউনিয়নের বিএনবি ইটভাটার নৈশ প্রহরী মো. নুরু (৩০)। তিনি গলাচিপা গ্রামের কবির আহমদ পাড়ার মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মহরম মিয়া রাউজানের একজন দুর্র্ধষ সন্ত্রাসী। প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে রাঙ্গুনিয়ার বেতাগীর শশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাইক্রোবাসে করে একদল মুখোশধারী সন্ত্রাসী এসে শ্বশুড়বাড়ি থেকে ডেকে নিয়ে সবার সামনেই গুলি করে খুন করে মহরম মিয়াকে।

এদিকে, শুক্রবার রাত ১০টার দিকে বিএনবি ইটভাটার নৈশ প্রহরী মো. নুরুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামাল, সানি ও পরাণ নামের তিন খুনীকে একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ৪টি মোবাইলসহ আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়,মো. নুরু বিএনবি ইটভাটায় নৈশ প্রহরী হিসাবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাজে যাওয়ার সময় কয়েকজন লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর গতকাল (শুক্রবার) সকালে ডিউটি শেষে বাড়ি না ফিরলে তার পরিবার খোঁজ নিতে ইটভাটায় গেলে লোকজন সকাল থেকে তাকে দেখেনি বলে জানায়।

এ বিষয়ে জানতে স্থানীয়রা লোকজন নুরুর বন্ধু জামাল, সানি ও পরাণকে জিজ্ঞাসাবাদ করলে তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয়। এ সময় এলাকাবাসী তাদের গণপিটুনি দিলে তারা নুরুকে হত্যার কথা স্বীকার করে। পরে রাত ১০টার দিকে নুরুর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।