রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > রাঙামাটি-খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ

রাঙামাটি-খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফেরামের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে অবৈধ ভূমি বেদখল প্রক্রিয়া বন্ধ করা ও রামগড়ের ম্রেলাপ্রু কারবারি পাড়া থেকে ৫০ পাহাড়ি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে রোববার এ অবরোধ ডাকে সংগঠনটি।

অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার পরিবহন ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে পিকেটিং করছে সংগঠনের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ৬টায় শহরের খাগড়াছড়ি গেট এলাকায় টায়ারে আগুন দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে পিকেটারদের তর্কাতর্কির ঘটনা ঘটে।

অবরোধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়কে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।