শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাকিব হত্যার অন্যতম আসামি বিউটি তিনদিনের রিমান্ডে

রাকিব হত্যার অন্যতম আসামি বিউটি তিনদিনের রিমান্ডে

শেয়ার করুন

খুলনা প্রতিনিধি ॥
খুলনায় শিশু রকিব হত্যা মামলার অন্যতম আসামি মো. শরীফের মা বিউটি বেগমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় শুনানি নিয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ক-অঞ্চল) ফারুক ইকবাল এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, শিশু রাকিব হত্যায় বিউটির ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে পৈশাচিক এ হত্যাকাণ্ডের প্রতি ধিক্কার জানিয়ে আসামিপক্ষে কোনো আইনজীবী অংশ নেননি।
গত সোমবার খুলনা নগরীর টুটপাড়া কবরস্থানের পাশে শরীফ মোটর সাইকেল গ্যারেজের মালিক শরীফ রাকিবের মলদ্বারে কমপ্রেসার মেশিন বসিয়ে পেটে বাতাস ঢোকায়। এতে রাকিবের পেটসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে ফেঁপে ওঠে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যায় সে।
ওইদিন বিকেলে গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় রাকিবকে তার গ্যারেজে ডেকে নিয়েছিল শরীফ। এরপর শরীফ ও তার মা বিউটি বেগম এবং এক কর্মচারী মিলে মধ্যযুগীর কায়দায় রাকিবের উপর পৈশাচিক হাওয়া নির্যাতন চালানোর ফলে তার মৃত্যু ঘটে।
জানা যায়, বেশ কিছুদিন আগে ওই গ্যারেজ ছেড়ে পিটিআই মোড়ে আরেকটি গ্যারেজে কাজ নিলে ক্ষুব্ধ হয় মালিক শরীফ। এরই জেরে রাকিবের উপর এই বর্বরতা চালায় পাষন্ডরা।
রাকিব খুলনা নগরীর সেন্ট্রাল রোডের দিনমজুর আলমের একমাত্র পুত্র।