সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > রাকিটিচের জন্য মেসির সুপারিশ

রাকিটিচের জন্য মেসির সুপারিশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

সেভিয়ায় তিন বছর খেলে নিজেকে প্রমাণ করেন ইভান রাকিটিচ। তার নজরকাড়া পারফরম্যান্স নজরে আসে বার্সেলোনার। ২০১৪ সালে সেভিয়া ছেড়ে বার্সায় যোগ দেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার।

সুইজারল্যান্ডে জন্ম নেয়া এই ফুটলার নিজেকে মানিয়ে নিয়েছেন মেসি-নেইমার-সুয়ারেজদের সঙ্গেও। বার্সার হয়ে মাঝমাঠের দায়িত্ব পালন করার পাশাপাশি গোলও করছেন। কাতালান ক্লাবটিতে খেলেছেন ১০০ ম্যাচ। নামের পাশে যোগ করেছেন ২০ গোল।
ইরংশ ঈষঁন

জাভি হার্নান্দেজ বিদায় নেয়ার পর এমনিতেই বার্সার মিডফিল্ড খানিকটা দুর্বল হয়ে পড়েছে। এটা বলা বাহুল্য। এছাড়া আন্দ্রেস ইনিয়েস্তা বারবার পড়ছেন ইনজুরির কবলে। রাফিনহাও তো দুর্ভাগ্যের (ইনজুরি) শিকার। গত মৌসুমের শেষটাতে তো খেলতেই পারেননি।

এই মুহূর্তে ইভান রাকিটিচকে খুবই প্রয়োজন। সেটা লিওনেল মেসির কথাতেই স্পষ্ট। বার্সা সভাপতির কাছে রাকিটিচকে রেখে দেয়ার জন্য সুপারিশ করলেন মেসি। কারণ রাকিটিচকে পিএসজিকে দিয়ে মার্কো ভেরাত্তিকে দলে টানতে চায় বার্সা। স্প্যানিশ মিডিয়া ‘ডন ব্যালন’ জানিয়েছে এমনটাই।

যেহেতু মেসির সুপারিশ আছে, সেহেতু রাকিটিচকে হয়তো রেখে দেবে বার্সা। দেখা যাক, কী হয়!