শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > রসিক নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে জাপা

রসিক নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে জাপা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন নিয়ে বৈঠকে বসেছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রতিনিধি দল।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বুধবার বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম উপস্থিত রয়েছেন।

বৈঠকে জাপার পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কিছু সুপারিশ সিইসির কাছে তুলে ধরা হবে দলীয় সূত্রে জানা গেছে।

জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মেজর (অব.) মো. খালেদ আখতার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী শেখ ও মো. আশেকুল আমীনসহ ৮ জন সদস্য উপস্থিত রয়েছেন।