বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > রনিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি জানালো বিওজেএ

রনিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি জানালো বিওজেএ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ পেশাগত দায়িত্ব পালনের সময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিক  সরকার দলীয়  এমপি গোলাম মাওলা রনি ও তার সহযোগীদের হাতে নির্মমভাবে  আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এমপি রনিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ)।

সোমবার দুপুরে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের (বিওজেএ) অস্থায়ি কার্যালয়ে এক জরুরি আলোচনা সভায়  এ দাবী জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারী গোলাম মাওলা রনি এমপিকে যদি গ্রেফতার না করেন তাহলে আমরা সাংবাদিকরা ঘরে বসে থাকব না,  স্বরাষ্ট্রমন্ত্রানালয় ঘেরাও সহ সাংবাদিকদের নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন তুলবো ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার আইনের শাসন ভুলে গেছে এ কারনে দিন দিন সাংবাদিকের উপর জুলুম নির্যাতন বৃদ্ধি পেয়েছে।

বক্তারা আরো বলেন সরকারে মদতে এর আগেও একাধিকবার সাংবাদিক পিটিয়েছেন এই সংসদ সদস্য। ২০১২ সালের ৩ সেপ্টেম্বর দৈনিক গলাচিপায় তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করলে ওই প্রতিবেদককে পিটিয়েছিলেন তিনি।

সরকার রনিকে লালন করে পটুয়াখালীতে গত সাড়ে চার বছরে সাংবাদিক নির্যাতনের সব রেকর্ড ভেঙেছেন রনি। পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ৫০ সাংবাদিক হামলা-মামলাসহ বিভিন্নভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হন তার হাতে।

২০০৯ সালের ৯ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের জন্য গলাচিপা যাওয়ার পথে হরিদেবপুর ফেরিঘাটে রনির ক্যাডাররা সমকাল প্রতিনিধি মুফতি সালাহ উদ্দিন, বাংলাভিশন প্রতিনিধি আবু তাহের বাপ্পা, প্রথম আলো প্রতিনিধি শঙ্কর লাল দাস, তৎকালীন চ্যানেল ওয়ান প্রতিনিধি খন্দকার দেলোয়ার জালালী ও দিগন্ত টিভির প্রতিনিধি হানজালা শিহাবের ওপর হামলা করে রনির ক্যাডাররা।

রনির সাংবাদিক পেটানোর ধারাবাহিকতায় সর্বশেষ গত শনিবার নিজেই সাংবাদিক পেটালেন এমপি গোলাম মাওলা রনি। রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় তার নিজ কার্যালয়ে দুপুরের দিকে সাংবাদিক ইমতিয়াজ মোমিন সনি ও ক্যামেরাপারসন মহসিন মুকুলকে মারধর করেন তিনি।

সভায় বকতারা বলেন, সরকার যদি রনির মারামারি হাত কে বন্ধ না করেন তাহলে আগামীতে সরকারকে পেটাবে রনি।

বিওজেএর সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের সহ সভাপতি মনজুর হোসেন ইসা, সাধারন সম্পাদক সীমান্ত আরিফ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল সিরাজী,আরাফাত মাহমুদ,আতাহার হোসেন সুজন,আতিকুল ইসলাম,এস এম সাখাওয়াত হোসেন,জুয়েল রানা প্রমুখ।