বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রজার্স কাপে নেই ফেদেরার-শারাপোভা

রজার্স কাপে নেই ফেদেরার-শারাপোভা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: রজার্স কাপের হাইভোল্টেজ টুর্নামেন্টে থাকছেন না টেনিসের দুই তারকা রজার ফেদেরার এবং মারিয়া শারাপোভা। ফলে, অনেকটাই মলিন দেখাচ্ছে টুর্নামেন্টটিকে। সোমবার (১০ আগস্ট) থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট শেষ হবে ১৬ আগস্ট।

আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ফেদেরার। এবারে ফেদেরারের পথেই হাঁটলেন শারাপোভা। নিজের নাম প্রত্যাহার করে টুইট করেছেন তিনি।

পায়ের ইনজুরির কারণে রজার্স কাপ থেকে নাম প্রত্যাহার করেন শারাপোভা। রাশিয়ান এ টেনিস তারকা বেশ কিছুদিন ধরেই ডান পায়ের ইনজুরিতে ভুগছিলেন। ক্যারিয়ারে ৫ বার গ্র্যান্ডস্ল্যাম জিতলেও শারাপোভা একবারও রজার্স কাপ জয়ের স্বাদ পাননি। ফলে, এবারও অধরাই থেকে গেল রজার্স কাপের শিরোপা।

উইম্বলডনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হারের পর থেকে শারাপোভা আর কোর্টে নামেননি।

এদিকে, ক্রীড়াসূচি নিয়ে সমস্যার কারণে নিজের নাম প্রত্যাহার করে নেন ফেদেরার। মনট্রিলের এ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের প্রসঙ্গে এক বিবৃতিতে ফেদেরার জানান, মনট্রিলে খেলতে পারব না বলে হতাশ লাগছে।

১৭টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেদেরারকে ছাড়াই তাই শুরু হল টেনিসের এ আসর। ফেদেরার আর শারাপোভাকে টুর্নামেন্টে না পেয়ে হতাশা ঘীরে ধরেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষকেও।