রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রংপুরে কালবৈশাখীতে সহস্রাধিক বাড়ি বিধ্বস্ত, আহত ২০

রংপুরে কালবৈশাখীতে সহস্রাধিক বাড়ি বিধ্বস্ত, আহত ২০

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রংপুর: রংপুরের তিন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সহস্রাধিক কাঁচাবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় গাছ চাপা পড়ে ও টিনের আঘাতে ২০ জন আহত হয়েছেন।

আহতরা মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়াও ঢাকা-রংপুর মহাসড়কে গাছ উপড়ে পড়ায় বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। এসব এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা যায়।

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে রংপুর, মিঠাপুকুর, পীরগঞ্জ উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়।