সিরাজগঞ্জ প্রতিনিধি ॥
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু ও কাউন্সিলর খাজা মন্ডল বকুল আহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তাদের প্রথমে শহরের একটি ক্লিনিকে নেয়া হয়, পরে ঢাকায় পাঠানো হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান জানান, রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে সীমান্ত বাজার এলাকায় মেয়রের গাড়ির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।
শহরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর ২টার পর অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত গাড়িটি বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানা হেফাজতে রয়েছে।
স্থানীয় আভিসিনা হসপিটালের ডা. আশরাফুল ইসলাম বলেন, মেয়রের ডান পা ভেঙে গেছে এবং অপর পা ও কপালে ক্ষত হয়েছে।
এছাড়া তার সঙ্গী বকুলের মাথায় ক্ষত হয়েছে এবং বাম হাত ভেঙে গেছে।
মেয়র আশঙ্কামুক্ত। তবে, কাউন্সিলরের অবস্থা গুরুতর, বলেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়ির চালক আলালকে (৩৬) সুস্থ দেখা গেছে।