শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > যৌবন ধরে রাখার ছোট্ট ‘গোপন ফর্মুলা’!

যৌবন ধরে রাখার ছোট্ট ‘গোপন ফর্মুলা’!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বয়স ৩০ বা ৩৫? পার্লারে যাওয়ার সময় পান না? সারাদিনে খুব কাজের চাপ? কি করা যায় তাই ভাবছেন তো? না, সময় না পেলে বাইরে গিয়ে রূপচর্চা করতে হবে না। আবার নামি দামি ক্রিম কিনে অর্থ ব্যয় এর প্রয়োজন নেই। আপনার রান্নাঘরের অতি পরিচিত সামান্য কিছু উপাদান দিয়েই নিজেকে সুন্দর করে রাখতে পারবেন। ত্বকের জেল্লাকে ধরে রাখতে এই উপাদানটি বেশ কার্যকারী। এটি একটি ফেস প্যাক তৈরির সিক্রেট ফর্মুলা। নিয়মিত এই ফেস প্যাক ব্যবহারে দীর্ঘদিন অটুট থাকবে আপনার চেহারার যৌবন। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

অ্যান্টি-এইজিং ফেস প্যাকের উপাদান:

১) ২ টেবিল চামচ মিহি চালের গুঁড়ো (চাইলে ময়দা ব্যবহার করতে পারেন)

২) ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ তাজা হলুদ গুঁড়ো বা বাটা

৩) ৫ চা চামচ কাঁচা দুধ

৪) গোলাপ জল ১ চা চামচ

৫) শসার রস ১ চা চামচ

৬) মধু ১ চা চামচ

মিশ্রণটি বানানোর পদ্ধতি:

১) প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো বা ময়দা এবং হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন।

২) এরপর এতে শসার রস ও দুধ দিয়ে পেস্টের মত তৈরি করুন।

৩) মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর এই মিশ্রণটি ভেজা মুখে আলতো ঘষে লাগান।

৪) পুরোপুরি লাগানো হয়ে গেলে ১০ মিনিট রেখে দিন।

৫) ১০ মিনিট পর আঙুলের মাথা দিয়ে হালকা ঘষে তুলে নিন। এরপর মুখে মধু মাখিয়ে রাখুন।

৬) ১০ মিনিট পর হাল্কা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ মুছে নিয়ে প্রাকৃতিক গোলাপ জল লাগিয়ে নিন আলতো করে।
সপ্তাহে ৩/৪ বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন।